Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবরুদ্ধ গাজায় ৪১৯৬ শিশুর জন্ম অক্টোবরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

অবরুদ্ধ গাজায় অক্টোবরে চার হাজার ১৯৬ শিশুর জন্ম হয়েছে। মারা গেছে ২৮৪ শিশু। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলছে যে এদের মধ্যে ছেলে শিশু রয়েছে দু’হাজার ১৪১ জন। আর মেয়ে শিশুর সংখ্যা দু’হাজার ৫৫। মন্ত্রণালয় উল্লেখ করে যে গাজার অভ্যন্তরীণ অধিদফতর এক হাজার ৫৭১ শিশুর জন্ম লিপিবদ্ধ করেছে। এছাড়া খান ইউনুসের সিভিল অফিসে ৮১৮, উত্তর গাজায় ৮০৪, কেন্দ্রীয় অফিসে ৫৫৫ এবং রাফাহ দফতরে ৪৪৮ শিশুর জন্ম লিপিবদ্ধ করা হয়। মন্ত্রণালয় একই সাথে মৃত শিশুর সংখ্যাও জানিয়েছে। বলা হয়েছে, মৃতদের মধ্যে ১৫৭ জন ছেলে শিশু এবং ১২৭ জন মেয়ে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ