Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরান খান গুলিবিদ্ধ, হতভম্ব মুশফিক-বাবররা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

পাকিস্তানে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’-এর দাবিতে লংমার্চ করার মধ্যে এক সমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন বাবর আজম, ওয়াসিম আকরাম, শোয়েব আখতাররা। ‘হতভম্ব’ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিমও।
ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ইমরানের নেতৃত্বে সে দলে খেলেছেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। ইমরানের ওপর এমন হামলায় এই ফাস্ট বোলার পাকিস্তানে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘ওয়াজিরাবাদের ঘটনায় খুবই বিব্রত। ইমরান ভাইসহ লংমার্চে থাকা সবার জন্য দোয়া থাকল। দেশের সবাইকে এক হতে হবে, আমাদের জাতিগত ঐক্য কাউকে নষ্ট করতে দেওয়া যাবে না।’
টুইট করে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘ইমরান খানের ওপর ঘৃণ্য এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ আমাদের অধিনায়ক ও পাকিস্তানকে রক্ষা করুক। আমিন।’ ভিডিও বার্তায় নিন্দা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি বলেন, ‘ইমরান ভাইয়ের ওপর হামলার খবর শুনলাম। আলহামদুলিল্লাহ, তিনি শঙ্কামুক্ত। এই হামলার নিন্দা জানাই।’
ইমরানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিমও। ফেসবুকে তিনি লিখেছেন, ‘কিংবদন্তি পাকিস্তান ক্রিকেটার ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হতভম্ব হয়েছি। তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।’
গতপরশু বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে ইমরান খানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইমরান খানের পায়ে গুলি লেগেছে। তবে তিনি শঙ্কামুক্ত। এই হামলার ঘটনায় ইমরানসহ চারজন আহত হওয়ার কথা জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ