Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মেরিনার ও প্রাইমের জয়

কিউট প্রিমিয়ার হ্যান্ডবল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগে জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ও প্রাইম স্পোর্টিং ক্লাব। গতকাল দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৩৮-২৬ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে। একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে প্রাইম স্পোর্টিং ৩৭-২৬ গোলের জয় পায় ফেøইম বয়েজ ক্লাবের বিপক্ষে। আজ লিগের তিনটি ম্যাচ মাঠে গড়াবে। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুরে দিনের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ খেলবে প্রাইম স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের প্রতিপক্ষ জুরাইন জনতা ক্লাব। একই ভেন্যুতে দিনের শেষ ম্যাচে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বাংলা ক্লাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ