Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

হিজাববিরোধী বিক্ষোভে ইরানে গ্রেফতার ১৪০০০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

 ঠিকমত হিজাব না পরার অভিযোগে নৈতিক পুলিশের হাতে গত ১৩ সেপ্টেম্বর গ্রেফতার হন মাহসা আমিনি। এরপর তিন দিনের মাথায় ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মারা যান তিনি। পরিবার ও বহু ইরানির দাবি, পুলিশের নির্যাতনে আমিনির মৃত্যু হয়েছে। তবে দেশটির পুলিশ ও কর্তৃপক্ষ এই অভিযোগ প্রত্যাখ্যান করে। এর জেরে ইরানজুড়ে শুরু হয় তুমুল বিক্ষোভ। সপ্তাহের পর সপ্তাহধরে হাজার হাজার মানুষের প্রতিবাদে উত্তাল ইরান। জাতিসংঘ জানিয়েছে, গত ৬ সপ্তাহে ইরানের নিরাপত্তা রক্ষী অন্তত ১৪ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। ইরানের মানবাধিকার পরিস্থিতির বিশেষ প্রতিবেদক জাভেদ রেহমান গত বুধবার বলেন, গত ছয় সপ্তাহে হাজার হাজার পুরুষ, নারী এবং শিশুকে গ্রেফতার করা হয়েছে। যা সংখ্যায় অন্তত ১৪ হাজার। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন মানবাধিকার কর্মী, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, সিভিল সোসাইটির অ্যাক্টিভিস্ট। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে রেহমান বলেন, বিক্ষোভকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর অবিরাম সহিংস প্রতিক্রিয়ায় অন্তত ২৭৭ জনের মৃত্যু হয়েছে। তবে দেশটিতে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা দেশটির সরকার ছাড়া বাইরের কেউ এসব তথ্য নিশ্চিত করা প্রায় অসম্ভব বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া তেহরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার জন্য প্রায় এক হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ করার প্রসঙ্গে রেহমান বলেন, এদের অনেকের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার জন্য প্রায় এক হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগের সংবাদ প্রকাশ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ