Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু হামলা হলে কিমের পতন ঘটানো হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে কোরীয় উপদ্বীপে উত্তেজনা আগের থেকে অনেকটাই বেড়েছে। এর মধ্যে নতুন যে শঙ্কা দেখা দিয়েছে, তা হলো- পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হুমকির সুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর কোনো ধরনের পরমাণু হামলা চালানো হয় তাহলে এর ফলাফল হিসেবে ‘কিমের শাসনের পতন ঘটানো হবে।’ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গত সপ্তাহ থেকে কোরিয়া উপদ্বীপে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। এর আগেও যৌথ মহড়া চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার এমন কার্যক্রমে ক্ষুদ্ধ হয়ে গত তিন দিন টানা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে তারা আরও কড়া পদক্ষেপ নেবে। এমন হুমকির কারণে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের শঙ্কাও আরও ঘনীভূত হচ্ছে। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিমকে দেওয়া হলো কড়া বার্তা । কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লি জং-সাপের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়াকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে অস্টিন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর নন-স্ট্রাটেজিক পরমাণু অস্ত্র সহ যে কোনো ধরনের পরমাণু হামলা অগ্রহণযোগ্য এবং এমন হামলার ফলাফল হবে কিম জং উনের শাসনের অবসান।’ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন লয়েড অস্টিন। তিনি জানান, গত কয়েকদিন ধরে উত্তর কোরিয়া যেসব উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এগুলো নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। তিনি আরও জানান, উত্তর কোরিয়ার ওপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র তার পূর্ণ শক্তি নিয়ে অবশ্যই এগিয়ে আসবে। যার মধ্যে থাকবে পরমাণু অস্ত্রও। এদিকে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মনে ভীতি ছড়াতে বৃহস্পতিবার একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে জাপানের পক্ষ থেকে বলা হয়, সম্ভবত এ পরীক্ষা ব্যর্থ হয়েছে। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষার তীব্র সমালোচনা জানায় জাপান। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ