Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতাল থেকে ছাড়া পেলেন পেলোসির স্বামী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি নিজ বাড়িতে এক হামলাকারীর হাতুড়ি হামলার শিকার হয়ে হাসপাতালে যাওয়ার ছয়দিন পর সেখান থেকে ছাড়া পেয়েছেন। এখন তিনি বাড়িতে পরিবারের সঙ্গে আছেন এবং সেখানেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকছেন বলে জানিয়েছেন ন্যান্সি পেলোসি। বিবিসি জানায়, পল পেলোসির ফেটে যাওয়া মাথা ও হাতের আঘাত সারাতে অস্ত্রোপচার করতে হয়েছে। গত শুক্রবার ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে এক অনুপ্রবেশকারী তাকে না পেয়ে তার স্বামী পলকে হাতুড়ি দিয়ে পেটায়। এ হামলায় পল মাথা ও ডান হাতে আঘাত পান। তাকে জুকারবার্গ সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ