মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈশ্বিক উষ্ণায়নের ফলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের এক-তৃতীয়াংশ হিমবাহ গলে যাবে বলে জানিয়েছে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো। এর মধ্যে রয়েছে ইতালির ডলোমাইটস, যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট, ইয়েলোস্টোন পার্ক এবং তানজানিয়ার মাউন্ট কিলিমানজারোসহ বিশ্বের বেশ কিছু বিখ্যাত হিমবাহ। খবর আলজাজিরার। সংস্থাটি জানিয়েছে, ৫০টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের প্রায় ১৮ হাজার ৬০০ হিমবাহ পর্যবেক্ষণ করা হয়েছে। এর এক-তৃতীয়াংশ ২০৫০ সালের মধ্যে অদৃশ্য হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে, কার্বন ডাই-অক্সাইউ নির্গমনের কারণে এসব হিমবাহ ২০০০ সাল থেকেই গলছে। এদিকে বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অবস্থা আরও খারাপ হওয়ার বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটি বলেছে, এর বিরূপ প্রভাব মোকাবিলায় সাহায্যের প্রয়োজনের তুলনায় আন্তর্জাতিক তহবিল ১০ গুণ কম। তাই এ তহবিল বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। জীবাশ্ম জ্বালানি গ্যাস নির্গমন করছে অনেক উদীয়মান দেশ। যার প্রভাবে উষ্ণায়ন বেড়ে বিশ্বের নানা প্রান্তে বন্যা, খরা ও ঘূর্ণিঝড় আঘাত হানছে। উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছে- যা ২০২০ সালে মাত্র ৮৩ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। আলজাজিরার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।