Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘যদি পথে থাকেন বাড়ি ফিরে যান কর্মীদের প্রতি টুইটারের ই-মেইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার গতকাল শুক্রবার থেকে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করবে। বৃহস্পতিবার টুইটারকর্মীদের ইমেল করে বলা হয়, ‘আপনি যদি (টুইটারের) কোনো অফিসে বা অফিসের পথে থাকেন তবে দয়া করে বাড়ি ফিরে যান।’ সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, টুইটারকে একটি সুস্থ স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার চেষ্টায় তারা আজ বিশ্বব্যাপী তাদের কর্মী কমানোর কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। তারা আরো জানায়, যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাদের ব্যক্তিগত ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। যাদের ছাঁটাই করা হবে না, তাদের অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হবে। টুইটার আরও জানিয়েছে, ‘প্রত্যেক কর্মী এবং টুইটারের কম্পিউটার ডেটার নিরাপত্তার খাতিরে’বেশ কয়েকটি অফিস সাময়িক ভাবে বন্ধ রাখা হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ