Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ অনিশ্চিত কোরিয়ার সনের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১:২২ এএম

 কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১৬ দিন। এই সময় বিশাল ধাক্কা খেয়েছে এশিয়ার অন্যতম শক্তি দক্ষিণ কোরিয়া। দলটির প্রাণ ভোমরা ও বর্তমান ফুটবলের বিশাল তারকা সন হিউং-মিন চোখে চোট পেয়েছেন। দ্রæতগতিতে তার বাম চোখে করা হয় অস্ত্রোপচার। ফলে নিজেদের মহাদশে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে, এই উইঙ্গারের থাকা নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা।
গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মার্শেইয়ের বিপক্ষে টটেনহ্যামের ২-১ গোলে জয়লাভ করে। লন্ডনের দলটির এই জয়ে শেষ ষোল নিশ্চিত হয়। তবে ম্যাচের ২৩তম মিনিটে চোখে আঘাত পান সন। এরপর মাঠে প্রাথমিক শুশ্র‚ষা দেওয়ার পর তুলে নেওয়া হয় ৩০ বছর বয়সী এ উইঙ্গারকে।এক বিবৃতিতে স্পার্স কর্তৃপক্ষ জানায়, ‘অস্ত্রোপচারের পরে, সন আমাদের মেডিকেল কর্মীদের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে এবং আমরা সমর্থকদের যথাসময়ে এ বিষয়ে আরও আপডেট দেওয়া হবে।’ তবে কবে নাগাদ সম্প‚র্ণ সুস্থ হতে পারবেন সন, সেই বিষয়ে জানায়নি স্পার্স। আগামী ২২ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। এই গ্রæপে রয়েছে পর্তুগাল ও ঘানা। সনকে না পেলে নিঃসন্দেহে বড় ধাক্কাই লাগবে কোরিয়ার ট্যাক্টিসে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ