Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে

আটাবের অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ৯:১৫ পিএম

ট্যুরিজম মাষ্টার প্লানের কাজ এগিয়ে চলছে। এ মাষ্টার প্লানের কার্যক্রম বাস্তবায়ন হলে পর্যটন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল আগামী অক্টোবর মাসে চালু করা সম্ভব হবে। বিমান বন্দরে বিশেষ পদক্ষেপ নেয়ার পর এখন আর যাত্রীদের ল্যাগেজ পেতে কোনো দুর্ভোগ পোহাতে হয় না।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনস্থ এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) কনফারেন্স হলে ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (এটিটিআই) টিকেটিং এবং রিজারভেশন কোর্স শিক্ষার্থীদের প্রশিক্ষণ সমাপনী সনদ ও আটাবের নবাগত মেম্বারশীপ সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন খাতকে এগিয়ে নিতে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) ৪৫ বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাবের সভাপতি এস. এন মঞ্জুর মোর্শেদ। আটাবের মহাসচিব আবদুস সালাম আরেফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটাবের সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহ, উপ-মহাসচিব গোলাম মাহমুদ ভুইয়াঁ মানিক, অর্থসচিব আবদুর রাজ্জাক, জনসংযোগ সচিব আতিকুর রহমান সাংস্কৃতিক সচিব মোহাম্মদ তোয়াহা চৌধুরী, এবং আটাবের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, কক্সবাজার আধুনিক বিমান বন্দরের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। বিমানকে আধুনিক বহর হিসেবে গড়ে তোলে বিশ্বের উন্নত শহরগুলোতে চলাচল নিশ্চিত করা হবে। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং ভ্রমণ ও পর্যটন খাত বিষয়ে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আটাব সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ এয়ারলাইন্সের কার্যক্রম ও ব্যবস্থাপনা মনিটরিং করার জন্য কমিটি গঠন করার আহ্বান জানান। বিভিন্ন এয়ারলাইন্সের নিকট ট্রাভেল এজেন্সীর রিফান্ড বাবদ পাওনা অর্থ আদায়ের নির্দেশনা প্রদান করার অনুরোধ জানান। এছাড়াও মহাসচিব আবদুস সালাম আরেফ ট্রাভেল এজেন্সীর লাইসেন্স নবায়ন সহজীকরণ ও দ্রুততার সাথে নবায়ন প্রদান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ যেন দুর্নীতি না করতে পারে তার জন্য নির্দেশনা ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ