Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুইটারে বড় ধরনের ছাঁটাইয়ের আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১:২২ এএম

মার্কিন ধনকুবের ইলন মাস্ক ৪৪ বিলিয়নে টুইটার কিনে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বড়সড় পরিবর্তন যে আনছেন তা আগেই শোনা যাচ্ছিল। এমনকি বড় ধরনের ছাঁটাইয়েরও গুঞ্জনের ডানপালা মেলে। এ অবস্থায় বøুমবার্গ জানিয়েছে, খরচ কমাতে টুইটার ইনকর্পোরেটেডের প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন সিইও ইলন মাস্ক। নতুন মালিকানায় চাকরি ছাঁটাইয়ের তালিকা প্রকাশ হতে পারে। ইলন মাস্ক ১ নভেম্বরের আগে টুইটারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এমন এক প্রতিবেদনের বিষয়ে পরবর্তীতে অস্বীকার করেন। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স টুইটারের কাছে মন্তব্য জানতে চাইলে উত্তর পাওয়া যায়নি। সূত্রের বরাতে বøুমবার্গের প্রতিবেদনে বলা হয়, মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিদ্যমান নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে চান। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে। বর্তমানে টুইটারে ৭ হাজার ৫০০ কর্মী রয়েছে। সেই হিসেবে ছাঁটাই করা হলে চাকরি হারাবেন প্রায় ৩ হাজার ৭০০ কর্মী। রয়টার্স চলতি সপ্তাহের শুরুতে একাধিক সূত্রের বরাতে জানায়, মাস্ক কোম্পানিতে প্রথম ধাপে টুইটারের এক চতুর্থাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন। উল্লেখ্য, অনেক জলঘোলা করে অক্টোবরের শেষ দিকে টুইটার কিনে নেওয়ার কথা জানান বিশ্বের শীর্ষ ধনী মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। চার হাজার চারশ’ কোটি (৪৪ বিলিয়ন) মার্কিন ডলারে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন নিজেই। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ