Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৩টির পর আরো তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১:২২ এএম

একটি দূর পাল্লার ব্যালিস্টিকসহ তিনটি ক্ষেপণাস্ত্রসহ ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান সরকার সন্দেহ করছে, এর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) রয়েছে। উ. কোরিয়ার প্রতিবেশী দেশ দ. কোরিয়া বৃহস্পতিবার সকালে জানিয়েছে, পিয়ংইয়ং একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এর আগে বুধবার উ. কোরিয়া অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ে। এগুলোর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার উপক‚ল থেকে ৬০ কিলোমিটার দূরে পড়ে। দ. কোরীয় প্রেসিডেন্ট ইয়ুন-ইওল এ ঘটনাকে ‘ভ‚খÐগত সীমালংঘন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনটি নিজস্ব ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দেয় সিউল। এর মধ্যেই বৃহস্পতিবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ায় কোরীয় উপদ্বীপসহ পুরো অঞ্চলে আরও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, উ. কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ক্ষেপণাস্ত্র ছোড়ার ইঙ্গিত পেয়ে বৃহস্পতিবার সকালে উত্তরাঞ্চলীয় নাগরিকদের ঘরে নিরাপদ আশ্রয়ে থাকতে জরুরি সতর্কতা জারি করে জাপান সরকার। সবাইকে সাময়িক সময়ের জন্য ঘরে থাকার অনুরোধ জানানো হয়। প্রথমে টোকিও জানিয়েছিল, ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে গেছে কিন্তু তা প্রত্যাখ্যান করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা। তিনি বলেন, এটি জাপানি দ্বীপপুঞ্জ অতিক্রম করতে পারেনি। এমনকি জাপান সাগরের ওপর দিয়ে অদৃশ্য হয়ে যায়। এ ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী চরম ক্ষোভ প্রকাশ করে উত্তর কোরিয়ার প্রতি নিন্দা জানান। সকালে দক্ষিণ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি ফোনালাপের সময় একে দুঃখজনক বলে অ্যাখ্যায়িত করেছেন। বিবিসি, আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ