মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সপ্তাহে। যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভসের (সংসদের নিম্নকক্ষ) ৪৩৫টি আসনের সবগুলোতে নির্বাচন হবে। অন্যদিকে সিনেটের এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হবে। বলা হচ্ছে ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভসের (সংসদের নিম্নকক্ষ) নিয়ন্ত্রণ হারাতে পারেন জো বাইডেন ও তার দল ডেমোক্র্যাটিক পার্টি। তাদের জায়গায় সংসদের নিম্ন কক্ষের নিয়ন্ত্রণ চলে যেতে পারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির হাতে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্কতা দিয়ে বলেছেন, মিথ্যা এবং সহিংসতার কারণে ঝুঁকিতে আছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র। তিনি সাবেক প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ট্রাম্পের কারণেই গণতন্ত্র ঝুঁকিতে পড়েছে। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ব্যয়ের বিষয়ে সকলকে আশ্বস্ত করে যাচ্ছেন বাইডেন। বুধবার আরও গভীরে কথা বলেন তিনি। বাইডেন বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানো এবং মিথ্যার কারণে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা হুমকির মুখে আছে। মর্ধ্যবর্তী নির্বাচনে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির প্রতিদ্ব›িদ্বদেরই আবার নির্বাচিত করার আহŸান জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, ‘কোনো ভুল করবেন না। গণতন্ত্র এখন ব্যালটে’।মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমেই আমেরিকানরা নির্ধারণ করবেন নতুন মেয়াদে বাইডেনের ডেমোক্র্যাট নাকি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের সিনেট এবং হাউজ অব রিপ্রেজেনটেটিভস নিয়ন্ত্রণ করবেন। ওয়াশিংটন ডিসিতে ডেমোক্র্যাটদের জাতীয় কমিটির বৈঠকে বাইডেন বলেন, ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরা আগেই নির্বাচনের ফলাফল না মানার যে হুমকি দিয়েছে এটি গণতন্ত্রকে হুমকি দেওয়ার সামিল। তিনি বলেছেন, এই শক্তিটি (ট্রাম্পের দল) এখন সাফল্য পেতে যাচ্ছে যেখানে ২০২০ সালে তারা ভোটারদের অধিকার কেড়ে নেওয়া এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিতে ব্যর্থ হয়েছিল। তিনি আরও বলেছেন, এটি যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলার পথ, এটি নজিরহীন, অবৈধ এবং এটি অযুক্তরাষ্ট্রীয়। এদিকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার সমর্থকরা গত বছরের ৬ জানুয়ারী ক্যাপিটলে হামলা চালায়, যখন কংগ্রেস নির্বাচনের ফলাফলের অনুমোদনের চ‚ড়ান্ত প্রক্রিয়া শেষ করছিল। গত সপ্তাহে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হাতুড়ি দিয়ে হামলার বিষয়টি উল্লেখ করে বাইডেন বলেছেন, ট্রাম্পের নির্বাচন কারচুপির মিথ্যা দাবি ‘গত দুই বছরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি করেছে।’ আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।