মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির রাস্তা এবং পার্কের আবর্জনা পরিষ্কারের খরচে প্লাস্টিক প্রস্তুতকারকদের অবদান রাখার পরিকল্পনা করছে দেশটির সরকার। বুধবার এ তথ্য জানিয়েছে জার্মান সরকার। দেশটির মন্ত্রিসভা এসংক্রান্ত একটি বিলে সম্মতি দিয়েছে। বিলে বলা হয়েছে, একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকযুক্ত পণ্য প্রস্তুতকারীদের ২০২৫ সাল থেকে সরকার পরিচালিত কেন্দ্রীয় তহবিলে অর্থ প্রদান করতে হবে। কোম্পানিগুলোর একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের অতীত উৎপাদনের ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে, প্রথম বছরে তহবিলে প্রায় ৪৫ কোটি ইউরো (৪৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার) জমা পড়বে। যেসব পণ্য এ সিদ্ধান্তের আওতায় আসবে তার মধ্যে রয়েছে সিগারেটের ফিল্টার, পানীয়র পাত্র এবং রেস্তোরাঁ থেকে সংগ্রহ করা (টেকআউট) খাবারের প্যাকেজিং। ইউরোপের বৃহত্তম অর্থনীতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার খরচ বর্তমানে সবাই বহন করে জানিয়ে দেশটির পরিবেশমন্ত্রী স্টেফি লেমকে বলেন, ‘এটি পরিবর্তন করা উচিত। যারা তাদের ব্যবসার জন্য বাজারে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের ওপর নির্ভর করে তাদের সেগুলো সংগ্রহ এবং পরিষ্কারের খরচে অবদান রাখতে হবে।’ এবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।