Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬১ বছর বয়সে ৮৮টি বিয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১:২২ এএম

১৪ বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন। সেই শুরু। এখন বয়স ৬১। ফের বিয়ের পিড়িতে পশ্চিম জাভার মাজালেংকার বাসিন্দা কান। ৮৮-তম বিয়েটি সেরে ফেলতে প্রস্তুত বৃদ্ধ। বারবার বিয়ে করার জন্য ইন্দোনেশিয়ায় ‘প্লেবয় কিং’ নামে বেশ খ্যাতি রয়েছে কানের। এবার তার সেই খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ৬১ বছর বয়সি কান পেশায় কৃষক। জানিয়েছেন, তিনি কোনও নারীকে ফিরিয়ে দিতে পারেন না। তবে এ বারে যাকে বিয়ে করছেন কান, সেই পাত্রী কানেরই ৮৬তম স্ত্রী। নিজের প্রাক্তন সহধর্মিণীকে ফের স্ত্রী হিসেবে গ্রহণ করতে চান তিনি। কান বলেন, ‘বহু দিন আগে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। কিন্তু আমাদের সেই ভালবাসা আজও প্রবল।’ কান জানিয়েছেন, পাত্রীও তাকে খুব ভালবাসেন। সেই কারণেই ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত। তবে তাদের প্রথম দফার বিয়ে সে বারে এক মাসের বেশি টেকেনি। কান প্রথম বিয়ে করেছিলেন ১৪ বছর বয়সে। সেই বিয়েতে কনে ছিল তার থেকে দুবছরের বড়। বিয়ে ভাঙার জন্য নিজেকেই দুষেছেন কান। সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার আচরণ সেই সময় খুব খারাপ ছিল। আমার খারাপ ব্যবহারের জন্যই দুবছর পরে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন আমার প্রথম স্ত্রী।’ তবে খারাপ ব্যবহার বলতে তিনি কী বলতে চেয়েছেন, তা উল্লেখ করেননি। কান জানিয়েছেন, প্রথম বিয়ে ভাঙার পরে তার রাগ হয়। আধ্যাত্মিক জ্ঞান আহরণের দিকে ঝোঁকেন তিনি। তার জেরেই ঠিক করে নিয়েছিলেন, এবারে বহু নারী তার প্রেমে পড়বেন। কানের কথায়, ‘সে যাই হোক, নারীদের জন্য অসম্মানজনক, এমন কোনও কাজ আমি করি না। কারও মন নিয়ে খেলাও করি না।’ গত ৮৭টি বিয়েতে কানের কতগুলো সন্তান, তা অবশ্য জানা যায়নি। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ