Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারকে গণহত্যা বন্ধে বাধ্য করতে সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখতে হবে -বাংলাদেশ খেলাফত মজলিশ

শনিবারের গণসমাবেশ সফলের আহ্বান

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মিয়ানমারে, মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে আগামী ১৭ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় মুহাম্মদপুর টাউন হল পার্ক মাঠে বাংলাদেশ খেলাফত মজলিশের উদ্যোগে বিশাল গণসমাবেশ সফলের আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, এখনো আরাকানে মুসলিম গণহত্যা বন্ধ হয়নি। অবিলম্বে মিয়ানমারে সূচী সরকারকে মুসলিম গণহত্যা বন্ধ করতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সরকারকে যথাযথ ভূমিকা রাখতে হবে। গণহত্যা বন্ধে মিয়ানমারকে বাধ্য করতে হবে। তিনি আরো বলেন, সূচী সরকার মুসলিম নিধন বন্ধ না করলে আল্লাহর গজবে বৌদ্ধরা পৃথিবীর বুক থেকে চিরতরে নির্মূল হয়ে যাবে। তিনি গতকাল গণসমাবেশ সফলের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ, প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান সানী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ