টাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ মাদক সেবীর বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি)
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের নেতৃত্বে ঢাকা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহায়তায় আজ বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর, খেজুর বাগ, ইকুরিয়া মুসলিম নগর সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯ মাদক সেবীকে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে দন্ডের আদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে মোঃ সোহাগ (২৮),টিপু (২৯),মিঠু (২২),মোহাম্মদ ইয়াসিন (২৯),মোহাম্মদ আওলাদ হোসেন (৪২),আবুল কালাম আজাদ (৬০),আব্দুর রশিদ (৫০)সহ আরো অজ্ঞাত নামা ২জন। এই অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ শাহজালাল ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ ভূমি অফিসের সহকারি মোঃ খোরশেদ আলম প্রমূখ।