Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ১১:৫৭ এএম

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ‘জি’গ্রুপের ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচে গোলশূন্য ড্রয়ের জয় পেল পেপ গুয়ার্দিওলার দল।

ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়া ম্যানচেস্টার সিটি বিরতির পর উপহার দিল নজরকাড়া ফুটবল। রাফা মিরের গোলে সেভিয়া এগিয়ে যাওয়ার পর সিটিকে খেলায় সমতা ফেরান রিকো লুইস। এরপর আলভারেস সিটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রিয়াদ মাহরেজ।

ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সিটি ও রানার্সআপ হিসেবে বরুশিয়া ডর্টমুন্ড খেলবে শেষ ষোলোয়। অর্থাত ৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল সিটি। দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট ডর্টমুন্ডের। সেভিয়ার ৫, কোপেনহেগেনের ৩ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ