Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরব দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ৯:৩৩ পিএম

গতকাল (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরব লীগের নির্বাহী পরিষদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এক অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

সম্মেলনের পালাক্রমিক চেয়ারম্যান আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোউনকে দেয়া বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, আরব লীগ আরব দেশগুলোকে যৌথভাবে শক্তিশালী করার চেষ্টা করে, সক্রিয়ভাবে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করে, এবং বহুপক্ষবাদ এবং উন্নয়নশীল দেশের অভিন্ন স্বার্থ রক্ষায় নিরলস চেষ্টা চালিয়ে আসছে।

তিনি বলেন, আলজেরিয়া সবসময় আরব দেশগুলোর ঐক্য জোরদারে চেষ্টা করে, সক্রিয়ভাবে উন্নয়নশীল দেশের বৈধ স্বার্থকে রক্ষা করে, এবং চীন-আরব সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে থাকে।

শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন ও আলজেরিয়াসহ আরব দেশগুলোর মৈত্রী সুদীর্ঘকালের। সাম্প্রতিক বছরগুলোতে দু’পক্ষের রাজনৈতিক আস্থা দিন দিন মজবুত হচ্ছে, বিভিন্ন খাতে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। চীন-আরব পারস্পরিক সমর্থন অব্যাহত রয়েছে। সহযোগিতা বাড়াতে হাতে হাত রেখে নতুন যুগের চীন-আরব অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলতে হবে। আর এ জন্য যৌথভাবে সম্পর্কের সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করতে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে অবদান রাখতে ইচ্ছুক চীন। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ