Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ৯:৩১ পিএম

আজ (বুধবার) সকালে, বেইজিংয়ের গণমহাভবনে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সফররত পাকিস্তানি প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সাথে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে শি জিনপিং বলেন, চীন ও পাকিস্তান পরস্পরের ভালো বন্ধু, ভালো অংশীদার, এবং ভালো ভাই। চীন সর্বদা চীন-পাকিস্তান সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখে এবং কূটনীতিতে পাকিস্তানকে অগ্রাধিকার দিয়ে আসছে। চীন পাকিস্তানের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন প্রেরণা যোগ করতে চায়।

শি জিনপিং বলেন, চীন উন্মুক্তকরণের মৌলিক রাষ্ট্রীয় নীতি অনুসরণ অব্যাহত রাখবে এবং নিজের উন্নয়নের পাশাপাশি পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, গোয়াদর বন্দরের সহায়ক অবকাঠামো নির্মাণের গতিবেগ বাড়ানো হবে এবং আঞ্চলিক সংযোগের বিকাশে বন্দরের ভূমিকাকে আরও সম্পূর্ণ করে তোলা হবে। চীন উচ্চমানের কৃষিপণ্য রফতানি বাড়াতে পাকিস্তানের প্রতি আহ্বানও জানায়। তা ছাড়া, ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, ফটোভোলটাইক্সের মতো নতুন শক্তিতে সহযোগিতা সম্প্রসারণ করতে এবং কৃষি ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার চেতনা দৃঢ়ভাবে প্রচার করতে পাকিস্তানের সাথে কাজ করতে ইচ্ছুক চীন।

জবাবে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান-চীন সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে গভীর করা পাকিস্তানের পররাষ্ট্রনীতির ভিত্তি। কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ে মূল্যবান সাহায্যের জন্য এবং পাকিস্তানে ভয়াবহ বন্যার পর উদার সহায়তার জন্য তিনি চীন সরকার এবং জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

তিনি বলেন, চীনের মতো আর কোনো দেশ নেই যে পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশকে আন্তরিকভাবে সাহায্য করে। পাকিস্তান দৃঢ়ভাবে ‘এক চীননীতি’ মেনে চলবে এবং দৃঢ়ভাবে তাইওয়ান, তিব্বত ও হংকং-এর মতো মূল স্বার্থে চীনের অবস্থানকে সমর্থন করে যাবে।

তিনি আরও বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর তাঁর দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ওপর গভীর প্রভাব ফেলেছে। পাকিস্তান প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত ‘বিশ্ব উন্নয়ন উদ্যোগ’ এবং ‘বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ’-এর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে চীনের সাথে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতেও ইচ্ছুক তার দেশ। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ