Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিসা ছাড়াই রাশিয়া সফর করা যাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার উচিৎ বিদেশীদের প্রবেশে নতুন একটি পদ্ধতি চালু করা। এর অধীনে ভিসা ছাড়াই বিদেশিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবে। এমনকি যেসব দেশে রুশদের প্রবেশে ভিসা বাধ্যতামূলক, সেসব দেশের নাগরিকরাও ভিসা ছাড়া রাশিয়ায় প্রবেশের সুযোগ পাবে। রোববার এ নিয়ে একটি প্রেসিডেনশিয়াল অর্ডার জারি করেছেন পুতিন। এতে বলা হয়েছে, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থা এফএসবি’র সমন্বয়ে নতুন এই পদ্ধতি চালু করতে হবে। যাতে করে বিদেশীরা পর্যটন, ব্যবসা, শিক্ষা কিংবা ক্রীড়া আয়োজনে ভিসা ছাড়াই রাশিয়া ভ্রমণ করতে পারে। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, রাশিয়ার স্টেট কাউন্সিলের নির্বাহী কমিটির এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। এই স্টেট কাউন্সিল হচ্ছে প্রেসিডেন্টের তৈরি একটি উপদেষ্টা পরিষদ। এছাড়া পর্যটকদের আরও নানা রকম সুবিধা দেয়ার প্রস্তাব তোলা হয়েছে। এরমধ্যে রয়েছে মাল্টি-এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি। এর আগে রুশ শহর সেন্ট পিটার্সবার্গ পর্যটকদের জন্য ক্রুজ শিপ প্রবেশ এবং অনির্দিষ্টকালের জন্য অবস্থানে ভিসার বাধ্যবাধকতা তুলে নেয়। আরটি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ