Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদচোর বানরের উৎপাতে অতিষ্ঠ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম

দোকান থেকে কেউ মদের বোতল হাতে বেরোলেই সেটি ছোঁ মেরে তুলে নিয়ে গাছের মগডালে উঠে যায়। এরপর রসিয়ে রসিয়ে চলে মদ্যপান। এমনকি বিয়ারের বোতলও নিমিষেই শেষ করে ফেলতে পারেন! যার কথা হচ্ছে, তিনি কোনো মানুষ নন, বরং একটি বানর। থাকে ভারতের উত্তর প্রদেশে রায় বরেলি এলাকায়। এই বানরের বাঁদরামিতেই অতিষ্ঠ সেখানকার মদের দোকানদার থেকে খদ্দেররা। মদে আসক্ত এই বানরকে কেউ বলছেন, ‘গরিবের কবীর সিং’। কেউ ডাকছেন ‘দেবদাস’। শেষ পর্যন্ত এই ‘মাতাল’ বানরের বিরুদ্ধে সোজা কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানিয়েছেন দোকানদার। ক্যান থেকে ঢকঢক করে বিয়ার খাচ্ছে একটি বানর- সস্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, ভিডিওটি উত্তর প্রদেশের রায়বেরেলি এলাকার। মদচোর এই বানরের ভয়ে তটস্থ থাকেন সেখানকার মদের দোকানদার ও ক্রেতারা। এক দোকান মালিকের অভিযোগ, শুধু ক্রেতাদের কাছ থেকে মদের বোতল বা বিয়ারের ক্যান ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হয় না বানরটি। মাঝে মধ্যে দোকানেও ঢুকে পড়ে। সেখান থেকে একটা বোতল তুলে নিয়ে আবার গাছে উঠে যায়। আর মদচুরি আটকাতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। জি নিউজ, এবিপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ