Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইজারের পিল সেবনের পরও আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম

ফাইজার ইনকর্পোরেটেডের উন্নয়ন করা কোভিড-১৯ পিলের কোর্স শেষ করার পরও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রোচেল ওয়ালেনস্কি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওয়ালেনস্কি প্রায় ১০ দিন কোভিড-১৯ এর মৃদু উপসর্গ অনুভব করেছিলেন। এরপর তিনি ফাইজারের প্যাক্সলোভিডে কোর্স শেষ করেন। আইসোলেশনের থাকার পর তার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসে। তবে রোববার পুনরায় তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস পরিচালক ডক্টর অ্যান্থনি ফাউসির পর ওয়ালেনস্কি হলেন তৃতীয় সরকারি শীর্ষ কর্মকর্তা যিনি প্যাক্সলোভিডের প্রথম কোর্সের পর পুনরায় কোভিড-১৯ এর সংক্রমণের শিকার হয়েছেন। গবেষণায় দেখা গেছে, যারা প্যাক্সলোভিড অ্যান্টিভাইরাল ওষুধটি গ্রহণ করেছিলেন, তাদের কিছু অংশ পাঁচ দিনের চিকিৎসা কোর্স শেষ হওয়ার কয়েক দিন পরে পুনরায় সংক্রমণের শিকার হয়েছেন। সিডিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ