Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোন্ডাজেট এলিট টু নতুন মডেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম

হোন্ডার ছোট আকারের উড়োজাহাজগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হলো হোন্ডাজেট এলিট টু। যেখানে যুক্ত হয়েছে নতুন কিছু সুবিধা। যেমন নতুন মডেলটির উড্ডয়ন সক্ষমতা বেড়েছে, যুক্ত হয়েছে স্বয়ংক্রিয়ভাবে অবতরণের ব্যবস্থাও। চলতি মাসেই জেটটি সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে। নতুন মডেলের দাম ধরা হয়েছে ৬৯ লাখ ৫০ হাজার ডলার। এটি একটানা ২ হাজার ৮৬৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। আগের মডেলের চেয়ে যা ২০৪ কিলোমিটার বেশি। নতুন মডেলে যুক্ত হয়েছে বড় আকারের জ্বালানি ট্যাংকও। হোন্ডা এয়ারক্রাফট ইউনিট জানিয়েছে, গতি নিয়ন্ত্রণে উচ্চাভিলাষী ডানায় বসানো হয়েছে গ্রাউন্ড স্পয়লার ডিভাইস। সক্ষমতা, নকশা, সুবিধা; সবকিছুর প্রতিই বিশেষ গুরুত্ব দিয়ে নতুন মডেলটি তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন পাওয়ার পর চলতি মাস থেকেই এ মডেলটি সরবরাহ করা যাবে বলে প্রত্যাশা করছে হোন্ডা। গত পাঁচ বছর হোন্ডার সর্বোচ্চ বিক্রীত ছোট উড়োজাহাজ হোন্ডাজেট। গত বছর মোট ৩৭টি বাহন বিভিন্ন ক্রেতাকে সরবরাহ করা হয়েছে। বিশেষ করে নভেল করোনাভাইরাসজনিত মহামারীকালে এর বিক্রি ও জনপ্রিয়তা বেড়ে যায়। কারণ তখন নিরাপত্তার অংশ হিসেবে অনেক ধনী ও করপোরেট প্রতিষ্ঠানের প্রধানরা ব্যক্তিগত বাহনের দিকে ঝুঁকছিলেন। মাইনিচি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ