Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইপারসনিক প্রযুক্তিতে উড়োজাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম

বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রথমবারের মতো হাইপারসনিক প্রযুক্তির মাধ্যমে আকাশে উড়েছে। স¤প্রতি স্ট্র্যাটোলঞ্চের রক নামে বিশালাকৃতির যানটি ট্যালন-এ (টিএ) নামক হাইপারসনিক যানের সাহায্যে উড্ডয়ন করে। মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত পল অ্যালেনের কোম্পানি স্ট্রাটোলঞ্চ উড়োজাহাজটি তৈরি করেছে। ‘রক’ নামের সাদা এই উড়োজাহাজটির দুই ডানার দৈর্ঘ্য একটি ফুটবল মাঠের সমান। দুই ফিউজিলাজের বিমানটিতে ছয়টি ইঞ্জিন রয়েছে। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে রকের সাতটি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের মোহাভি মরুভ‚মিতে যার উড্ডয়নের সময়সীমা ছিল পাঁচ ঘণ্টা ছয় মিনিট। এটি সাত হাজার মিটার উচ্চতা পর্যন্ত ওঠে। তবে এবার ট্যালন-এ যানের সাহায্যে এটি পরিচালনা করা হয়েছে। হাইপারসনিক যানের রকের এই ফ্লাইটে নতুন সক্ষমতা ও কার্যকারিতা প্রকাশ পেয়েছে। পরীক্ষামূলক ফ্লাইটটি ১১৭ মিটার উচ্চতায় ওঠে। ট্যালন-এ দিয়ে পুনরায় হাইপারসনিক টেস্ট করা যাবে। এরই মধ্যে টিএ-২ ও টিএ-৩ তৈরির কাজ করছে স্ট্রাটোলঞ্চ। রক মূলত পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য তৈরি হয়েছে। স্ট্রাটোলঞ্চের পরিকল্পনা হলো, ভবিষ্যতে রকেট দিয়ে স্যাটেলাইট উৎক্ষেপণ না করে উড়োজাহাজের সাহায্যে উৎক্ষেপণ করবে। এতে খরচও অনেক কমবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ