Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে সরাসরি বিদেশি বিনিয়োগ ১৮ শতাংশ বেড়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ৬:১১ পিএম

২০২১ সালে ইরানে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১ দশমিক ৪২৫ বিলিয়ন ছুঁয়েছে। এক বছরের আগের তুলনায় প্রায় যা ১৮ দশমিক ৬ শতাংশ বেশি।

ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (ইউএনসিটিএডি) এর প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

প্রতিবেদনে বিশ্বব্যাপী বিদেশী বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরা হয়। এতে দেখা যায়, ২০২১ সালে আগের বছরের তুলনায় ইরানে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) ৮৩ মিলিয়ন ডলার বেড়েছে।

এরআগে ২০২০, ২০১৯ ও ২০১৮ সালে ইরানে বিদেশী বিনিয়োগ যথাক্রমে ১১, ৪ দশমিক ৩৬ এবং ৩০ শতাংশ কমেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত এক দশকে ইরানে বিদেশী বিনিয়োগের প্রবণতা কমতে দেখা গেছে।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ