Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবুও বাংলাদেশকে সমীহ ভারতের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

 ওয়ানডে হলে তবু কথা ছিল। টি-টোয়েন্টি বলেই ভারতের বিপক্ষে বাংলাদেশকে অনেক পিছিয়ে রাখতে হচ্ছে। সংক্ষিপ্ত সংস্করণে দুই দলের পরিসংখ্যানও ভারতের হয়ে কথা বলছে। আগের ১১ দেখায় বাংলাদেশের একের বিপরীতে ভারতের জয় ১০টি। আর বিশ্বমঞ্চে তো শতভাগ সাফল্য ভারতের। অ্যাডিলেডে আজ বাংলাদেশ সময় বেলা দুইটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে দুটি করে ম্যাচ জিতেছে রোহিত শর্মা ও সাকিব আল হাসানের দল। তবে সামগ্রিক রানরেটে অনেকটা এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার দুইয়ে আছে ভারতীয়রা, বাংলাদেশের অবস্থান তিনে। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচ দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। যারা ম্যাচ জিতবে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যাবে তারাই। বাকি থাকা দুই ম্যাচ জিতলে কোন রকম সমীকরণ ছাড়াই সেমিতে যাবে বাংলাদেশ।
শক্তিমত্তায় বাংলাদেশ যে ভারতের চেয়ে বেশ পিছিয়ে, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেটা মেনেও নিয়েছেন সাকিব। তবে রাহুল দ্রাবিড়ের কণ্ঠে ভিন্ন সুর। প্রতিপক্ষকে সমীহ করার চিরন্তন বিষয়গুলোই ঘুরিয়ে-ফিরিয়ে বোঝাতে চেয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ। তার দুশ্চিন্তা ম‚লত দুটি ব্যাপারে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বড় দলের সঙ্গে ছোটদের ব্যবধান কমে আসা ও ক্রিকেটের ‘আজন্ম শত্রæ’ বৃষ্টি। দ্রাবিড় বলেছেন, ‘আমি ওদের (বাংলাদেশকে) বেশ সমীহ করি। মনে করি, ওরা খুব ভালো দল। সত্যি বলতে, এই সংস্করণ বিশেষ করে এবারের বিশ্বকাপ দেখিয়েছে, কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি ‘অঘটন’ উদাহরণ হিসেবে সামনে এনেছেন দ্রাবিড়, ‘ইংল্যান্ডকে হারিয়ে আয়ারল্যান্ড দেখিয়েছে তারা কী করতে পারে। এ রকম আরও কিছু ম্যাচ আমরা দেখেছি। এখানে জয়ের ব্যবধান ১২-১৫ রান হলেও খুব বড় নয়। দুটি শটেরই তো ব্যাপার। সে কারণে কে ফেবারিট, স্পষ্ট করে বলা মুশকিল।’ অস্ট্রেলিয়ার কন্ডিশন সব দলকে সমান সুবিধা দিচ্ছে বলে মনে করেন ৪৯ বছর বয়সী এই কিংবদন্তি, ‘এই কন্ডিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেছে। এখানকার বাউন্ডারিও বিশাল। উপমহাদেশে যে শটে ব্যাটসম্যানরা অনায়াসে ছক্কা পেয়ে যান, এখানে তাদের আউট হয়ে (ক্যাচ দিয়ে) ফিরতে হচ্ছে।’
বিশ্বকাপে বৃষ্টির দাপট এতটাই বেশি যে কেউ কেউ মজা করে ‘বৃষ্টিকাপ’ বলছেন। আজ বাংলাদেশ-ভারত ম্যাচেও বৃষ্টির আভাস দিয়ে রেখেছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো। প্রতিক‚ল আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন দ্রাবিড়ও, ‘আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি না। আবহাওয়ার ব্যাপারটা ছাড়া সব দুর্দান্ত মনে হচ্ছে।’ বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া ভারত বাংলাদেশের সঙ্গে হেরে গেলে পড়ে যাবে সেমির আগে বাদ পড়ার শঙ্কায়। এই ম্যাচ তাদের হালকাভাবে নেওয়ার এমনিতেও উপায় নেই। দ্রাবিড় জানালেন বরাবরের মতোই তাদের প্রস্তুতি থাকছে সেরা, ‘আমরা অবশ্যই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থে যেমন ছিল এই ম্যাচেও আমাদের প্রস্তুতি ঠিক তেমনই আছে।’

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ