Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোটের মিছিলে আর্জেন্টিনায় স্বস্তি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

বিশ্বকাপের আগে ক্লাবে খেলা ফুটবলারদের নিয়ে চিন্তায় থাকে অংশগ্রহণকারী দেশের ম্যানেজার ও সমর্থকরা। তবে সেদিক থেকে আর্জেন্টাইন সমর্থকদের জন্য খুশির সংবাদ হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়া ও পাওলো দিবালার ফিরে আসা। কিন্তু এতটা ভাগ্যবান বোধহয় নন জিওভানি লো সেলসো ও ক্রিস্তিয়ান রোমেরো। তাদের নিয়ে শঙ্কায় আছেন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের আগে তুরিনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলতে পারেন দিবালা, এমনটাই শোনা যাচ্ছে গণমাধ্যমে। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন এই আর্জেন্টাইন। ডি মারিয়া গত পরশুদিন তার ক্লাব দল জুভেন্টাসের স্কোয়াডের সঙ্গে আংশিক অনুশীলনেও ছিলেন। এই ফরোয়ার্ডকেও বিশ্বকাপে পাচ্ছে আর্জেন্টিনা। তবে দলটির মিডফিল্ডার লে সেলসো এই সপ্তাহে বিলবাওয়ের বিপক্ষে খেলার সময়ে হ্যামস্ট্রিংইয়ের চোটে পরেছেন। এই ভিয়ারিয়াল ফুটবলারের বিশ্বকাপে অংশগ্রহণ এখন একদমই অনিশ্চিত। আর রক্ষণের প্রাণ রোমেরো মাংসপেশীর চোটে পড়ে আছেন চরম দুশ্চিন্তায়। সামনের দুই সপ্তাহের মাঝে তার সেরে ওঠা কঠিন।
উলভারহ্যাম্পটনের ম্যাথুজ নুনেজ এই রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে কাঁধের ইনজুরিতে পড়েন। যা পর্তুগালের সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে দেশটির বিখ্যাত সংবাদ মাধ্যম বোলা দাবি করেছে ইনজুরি তেমন গুরুতর নয়, এবং তিনি গতপরশু দলের সঙ্গে অনুশীলনও করেছেন। সম্ভবত আগামী শনিবারে ব্রাইটনের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারকে খেলতে দেখা যাবে। যদিও উলভসের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। পিএসজির ডিফেন্ডার ডানিলো পেরেইরা হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফিরে অনুশীলন শুরু করেছেন। তবে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে এই ডিফেন্ডারকে মাঠে নামানোর ঝুঁকি নিবেন না বলেই জানিয়েছে পিএসজি কতৃপক্ষ।
ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবা হাঁটুর ইনজুরি থেকে মুক্তি পেতে অস্ত্রপাচার করান। তবে পুনর্বাসন পক্রিয়া চলার সময় আবারও চোট পান। তাই পগবার কাতার বিশ্বকাপ নিশ্চিতভাবে শেষে। এদিকে চেলসিচে খেলা আরেক ফরাসি মিডফিল্ডার ইনগোলা কান্তেও ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরুতে। ক্লাব কতৃপক্ষ জানিয়েছে ত্র অপারেশনের দরকার নেই। তবে বিশ্বকাপের আগে এই ৩১ বছর বয়সী ফুটবলারের সেরে ওঠার কোন সুযোগ নেই। ফ্রান্সের গোলরক্ষক মাইক মিয়াও পায়ের মাংশপেশীর চোটে ভুগছেন। এসি মিলানে খেলা এই কিপারও বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন না বলেই জানিয়েছে ক্লাব কতৃপক্ষ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ