Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ লাখ দরিদ্রের কাজের সুযোগ করেছে ইরানের দাতব্য সংস্থা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ৯:৫৯ পিএম

ইরানে ষষ্ঠ পঞ্চবার্ষিক জাতীয় উন্নয়ন পরিকল্পনা (২০১৬-২০২১) চলাকালীন আর্থিকভাবে-সংগ্রামী ব্যক্তিদের জন্য ৯ লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

সোমবার ইমাম খোমেনি রিলিফ ফাউন্ডেশনের প্রধান মোরতেজা বখতিয়ারি এই ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, ষষ্ঠ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকালীন, আমাদের ৩ লাখ ৫০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করার প্রয়োজন ছিল। তবে আমরা লক্ষ্য সম্প্রদায়ের জন্য ৯ লাখের বেশি কাজের সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি এবং উল্লেখযোগ্য সংখ্যক ক্লায়েন্ট স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে।

২১ মার্চ থেকে শুরু হওয়া চলতি ইরানি ক্যালেন্ডার বছরের শুরু থেকে ১ লাখ ৮০ হাজারের অধিক ব্যক্তির কাজের সুযোগ তৈরি হয়েছে এবং আরও ১ লাখ ৩৪ হাজার জনের কর্মসংস্থানের পরিকল্পনা ঋণ গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ