মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আপনি যদি লটারিতে কোটি কোটি টাকা জিতে যান তাহলে আপনাকে আর পায় কে? টাকা দিয়ে কি করবেন; সে হিসাব করতে করতে সময় পার হয়ে যাবে। ঠিক এমন চিত্রের বিপরীত ঘটনা ঘটেছে চীনে। এক ব্যক্তি লটারিতে এক কিংবা দুই নয়, তিন শতাধিক কোটি টাকা জিতে পরিবারের কাউকেই বলেননি। কিন্তু কেন?
বড়লোক হওয়ার আশায় প্রায়ই লটারির টিকিট কিনতেন দক্ষিণ চীনের বাসিন্দা লি। কখনোই লটারিতে কিছুই পাননি। কিন্তু সত্যিই যে এক দিন কপাল খুলে যাবে তাও লি ভাবতে পারেননি। সম্প্রতি চীন সরকারের একটি লটারিতে বিপুল অঙ্কের টাকা পেয়েছেন লি।
চীনা মুদ্রায় ওই অঙ্কের পরিমাণ প্রায় ২২ কোটি ইউয়ান। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় লটারি জিতে ৩০৫ কোটি ৪১ লাখ টাকা পেয়েছেন লি। লটারিতে তিনশত কোটি টাকা জিতেও তিনি বাড়িতে টুঁ শব্দ করেননি। পরিবারের সবার কাছেই তিনি গোপন রেখেছিলেন লটারি জেতার কথা।
খেলাধুলার উন্নয়নের জন্য চীনা সরকার নিয়মিত ভাবে ওই লটারির আয়োজন করে থাকে। সেই লটারিতে মোটা টাকা জিতেও স্ত্রীকে জানাননি লি। সম্প্রতি চীনের গুয়াংশি প্রদেশের নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দফতরে লটারিতে পাওয়া টাকা নিতে হাজির হন লি।
নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দফতর থেকে লটারিতে পাওয়া পুরস্কার নেন লি। তার পরই জানাজানি হয়ে যায় লি-র কোটিপতি হওয়ার খবর। কিন্তু এত বড় খবরটা কেন স্ত্রী এবং সন্তানদের জানাননি লি? পুরস্কার হাতে পেয়ে তার উত্তর দিয়েছেন ওই লটারি বিজেতা।
সংবাদমাধ্যমকে লি বলেন, ‘আমি লটারি জেতার কথা স্ত্রী এবং সন্তানকে জানাইনি তার কারণ, এই খবর পেয়ে ওরা আত্মতুষ্টিতে ভুগতে পারে। এর ফলে ওরা হয়তো ভবিষ্যতে পরিশ্রমের কথা ভুলে গিয়ে অলস হয়ে যাবে।’ লটারিতে পাওয়া টাকার একটি বড় অংশ দান করেছেন লি। সূত্র : মিরর ইউকে, ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।