Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌমাছি পাচারের চেষ্টা ভণ্ডুল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

হাজারো মৌমাছি বাক্সে ভরে তা শরীরের সঙ্গে বেঁধে রেখেছিলেন এক ব্যক্তি। যাতে কেউ ওই মৌমাছির বাক্স দেখতে না পান, সে কারণে টি-শার্ট পরেছিলেন। এ ভাবেই হাজারেরও বেশি মৌমাছি লুকিয়ে পাচার করার ছক কষেছিলেন এক ব্যক্তি। কিন্তু সীমান্ত অতিক্রম করতে গিয়েই সেই ছক বানচাল হয়ে গেল।

ওই ব্যক্তির জামা তুলতেই রীতিমতো চক্ষু চড়কগাছে উঠল নিরাপত্তারক্ষীদের। সংবাদ সংস্থা সূত্রে খবর, ১১০টি বাক্সে এক হাজার ১০০টি মৌমাছিকে ভরে গোপনে তুরস্ক সীমান্ত পারাপারের চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। গত ২২ অক্টোবর ওই ব্যক্তি যখন তুরস্ক সীমান্ত পেরোচ্ছিলেন, সেই সময় নিরাপত্তাবেষ্টনীতে ‘অ্যালার্ম’ বেজে ওঠে।
এর পরই ওই ব্যক্তির জিনিসপত্রে তল্লাশি চালানো হয়। এমন সময়ই তার জামা তুলতেই ওই মৌমাছির বাক্স নজরে আসে শুল্ক দফতরের কর্মকর্তাদের। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রতিটি বাক্সে ১০টি করে মৌমাছি রাখা ছিল। যার মধ্যে একটি রানি মৌমাছি ছিল।
মৌমাছি ভর্তি বাক্স উদ্ধারের পরই ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়েছে কি না, তা জানা যায়নি।

জানা গেছে, ওই ব্যক্তি জর্জিয়ার নাগরিক। তার বয়স ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে। মৌমাছিগুলো উদ্ধারের পর কী করা হয়েছে, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে তুরস্কের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, মৌমাছিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্র : ডেইলি সাবাহ, ডেইলি স্টার ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ