Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থ্রিডি প্রিন্টারে ঘরেই তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র, সতর্ক করল ইন্টারপোল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ৯:৩১ পিএম

থ্রিডি প্রিন্টার দিয়ে তৈরি করা হচ্ছে আগ্নেয়াস্ত্র। প্রিন্টারের মাধ্যমে আগ্নেয়াস্ত্র তৈরির বিষয়টি ‘বৈশ্বিক নিরাপত্তার’ ক্ষেত্রে ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এক বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে। সউদী আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইন্টারপোল জানিয়েছে, থ্রিডি প্রিন্টিং শিল্প যে গতিতে বিকশিত হচ্ছে তা বজায় থাকলে সম্ভবত তা আগ্নেয়াস্ত্রের ‘অত্যাধুনিকতা এবং উৎপাদন’ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে ইন্টারপোল সতর্ক করেছে। ইন্টারপোলের এক মুখপাত্র আল-আরাবিয়াকে বলেছেন, ‘এরই মধ্যে সামরিক কাজে ব্যবহৃত বেশ কিছু আগ্নেয়াস্ত্র তৈরির সম্ভাবনা আমরা দেখতে পেয়েছি। মুদ্রণ শিল্পের এই বিবর্তন অস্ত্রগুলোকে আরও বেশি নিখুঁত করে তুলবে এবং উৎপাদনের গতি বৃদ্ধি করে নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে।’

বিশেষজ্ঞরা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির দ্রুত বিকাশ নিয়ে উদ্বিগ্ন। কারণ বিশ্বের বেশ কয়েকটি দেশে এখনো এমন প্রিন্টার ব্যবহার করে ‘অস্ত্র তৈরি নিষিদ্ধ বা সীমাবদ্ধ’ করার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো নেই। এই বিষয়ে ইন্টারপোলের ওই মুখপাত্র আরও বলেন, ‘প্রিন্টার, প্রিন্টার তৈরির উপাদান এবং সেসব প্রিন্টারে ব্যবহৃত উপাদানগুলোর উৎস নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা না নিলে আমরা গুরুতর হুমকির সম্মুখীন হব।’

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বাইডেনের নির্বাহী আদেশের পরই টেক্সাসে গুলি, নিহত ১আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বাইডেনের নির্বাহী আদেশের পরই টেক্সাসে গুলি, নিহত ১

বিশেষজ্ঞরা বলছেন, একটি মাত্র থ্রিডি প্রিন্টারে পূর্ণাঙ্গ একটি অস্ত্র তৈরি সম্ভব নয়। একটি নির্দিষ্ট প্রিন্টারে একটি অস্ত্রের একটি নির্দিষ্ট অংশ উচ্চারণ করা যায়। তবে ইন্টারপোলের মতে, অনেক ক্ষেত্রেই থ্রিডি প্রিন্টার থেকে কেবল আগ্নেয়াস্ত্রের মূল কাঠামো বের করা যায়। সূত্র : আল-আরাবিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ