নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগের খেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী দিনের খেলায় মেনজিস ক্রীড়া চক্র ৩৯-২৮ গোলে সূর্যোদয় ক্রীড়া চক্রকে, জুরাইন জনতা ক্লাব ৪২-২৯ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে এবং ফেøইম বয়েজ ক্লাব ২৯-২৩ গোলে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে হারায়। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, হান্নান গ্রæপের চেয়ারম্যান সামসুদ্দিন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, লিগ কমিটির চেয়ারম্যান শেখ বাহাউদ্দীন রিটু এবং ফেডারেশনের কোষাধ্যক্ষ ও লিগ কামিটির সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
বুধবার লিগের চারটি ম্যাচ মাঠে গড়াবে। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব খেলবে মেনজিস ক্রীড়া চক্রের বিপক্ষে। দুপুর বাংলা ক্লাব ও সূর্যোদয় ক্রীড়া চক্র মুখোমুখি হবে। দুপুর দেড়টায় প্রাইম স্পোর্টিং ক্লাব মাঠে নামবে জুরাইন জনতা ক্লাবের বিপক্ষে এবং বিকাল ৩টায় শেষ ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ খেলবে ফেøইম বয়েজ ক্লাবের বিপক্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।