Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের নিয়ে রিপোর্ট করে বিপদে সাংবাদিক

উগ্র বৌদ্ধরা মাথার দাম ধার্য করেছে ২৯ হাজার ডলার

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের নিয়ে প্রতিবেদন লিখে মৃত্যুঝুঁকিতে পড়েছেন মিয়ানমারের একজন সাংবাদিক। রক্ষণশীল ও উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধরা তার মাথার দাম ধার্য করেছে ২৯ হাজার ডলার। চলতি বছর মার্চে তার বাড়িতে বোমা হামলা চালানো হয়। তার পরিবারকে বাধ্য করা হয় ইয়াঙ্গুনে চলে যেতে। মৃত্যুঝুঁকিতে থাকা ওই সাংবাদিকের নাম মিনি মিন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে। ডয়চে ভেলেকে রাখাইন রাজ্যের দুরবস্থার কথা জানিয়েছে মিন মিন। হাসপাতালে একজন সন্তান সম্ভবা নারী তার স্বামীকে ফোন করতে চাইলে আমি আমার ফোন তাকে দিই। এসময় সেখানকার চিকিৎসক মেয়েটিকে মুসলিম উল্লেখ করে ঐ মেয়েটিকে সাহায্য না করার আহ্বান জানান। এই একটি কথাতেই মিন মিন-এর মনে আমূল পরিবর্তন আসে। মিন মিন জানান, চিকিৎসক ঐ নারীকে বলেন ফোনের জন্য যাতে সে তাকে পয়সা দেয়। মিয়ানমানরের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়েতে মিন মিন-এর বাস। যে এলাকাটি বৌদ্ধ ও মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গার কারণে এখন বেশ পরিচিত। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব দিতে নারাজ। অথচ এই রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন রাজ্যে বসবাস করছে। মিয়ানমারের বেশিরভাগ নাগরিকও সরকারের সঙ্গে একমত। মিন মিন জার্মান সংবাদ মাধ্যম ডিপিএ-কে জানান, ছোটবেলা থেকেই তিনি জেনে এসেছেন মুসলমানরা তাদের জন্য একটা হুমকি। তাই রোহিঙ্গাদের কাছ থেকে রাখাইন রাজ্য ফিরে পেতে হবে তাদের। তবে দীর্ঘ পাঁচ বছর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় থাকার পর মিন মিন বাস্তব অবস্থা বুঝতে পেরেছেন। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ