মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কৃষ্ণসাগরের করিডোর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানির বিষয়টি রাশিয়াকে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার সোমবার রাশিয়ার প্রতি এ আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত ২২ জুলাই জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য রফতানির এ চুক্তি হয়। গত ১ আগস্ট থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৯৩ লাখ টন ইউক্রেনের খাদ্যশস্য কৃষ্ণসাগরের করিডোর দিয়ে বিভিন্ন দেশে রফতানি করা হয়। গত শনিবার রাতে কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার পর এ করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রফতানি বন্ধ করে দেয় রাশিয়া। এ হামলায় ইউক্রেনের সঙ্গে ব্রিটেনকেও দায়ী করেছে মস্কো। রোববার থেকে রাশিয়াকে শস্য রফতানি চুক্তিতে ফিরে আসার অনুরোধ জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও তুরস্ক। তারই ধারাবাহিকতায় সোমরার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়াকে একই অনুরোধ জানিয়েছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়া এ চুক্তি থেকে সরে দাঁড়ালেও মস্কোকে রাজি করাতে আঙ্কারার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আনাদোলু এ খবর জানায়। অপরদিকে, রাশিয়া ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান শুরুর পর কৃষ্ণসাগর দিয়ে শস্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ইউক্রেনের বিভিন্ন সমুদ্রবন্দরে ২০ লাখ টন খাদ্যশস্য আটকা পড়েছে। বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত ২২ জুলাই জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্যশস্য রফতানির চুক্তি হয়। এ চুক্তির আওতায় গত ১ আগস্ট থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ৯৩ লাখ টন ইউক্রেনের খাদ্যশস্য কৃষ্ণসাগরের করিডোর দিয়ে বিভিন্ন দেশে রফতানি করা হয়। গত শনিবার রাতে কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার পর এ করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রফতানি বন্ধ করে দেয় রাশিয়া। এ হামলায় ইউক্রেনের সঙ্গে ব্রিটেনকেও দায়ী করেছে মস্কো। রোববার থেকে রাশিয়াকে শস্য রফতানি চুক্তিতে ফিরে আসার অনুরোধ জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও তুরস্ক। তারই ধারাবাহিকতায় সোমরার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়াকে একই অনুরোধ জানিয়েছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, রাশিয়া এ চুক্তি থেকে সরে দাঁড়ালেও মস্কোকে রাজি করাতে আঙ্কারার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে সোমবার রাশিয়া বলেছে, শস্য রফতানি চুক্তি মস্কো স্থগিত করার পর কৃষ্ণসাগরের নিরাপত্তা করিডোর দিয়ে জাহাজ চলাচল ‘অগ্রহণযোগ্য’। আনাদোলু, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।