Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চীনকে চাপে রাখা বন্ধ করা উচিত যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

চীনকে নিয়ন্ত্রণ করতে এবং চাপে রাখার চেষ্টা যুক্তরাষ্ট্রকে বন্ধ করা উচিত। একই সঙ্গে তাদের উচিত সম্পর্কে প্রতিবন্ধকতা এড়ানো। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে এসব কথা জানিয়ে দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি আরও বলেছেন, ওয়াশিংটন চীনের যেসব পণ্যের ওপর রফতানি নিয়ন্ত্রণ করে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে চীনের বৈধ অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশ্যই তা সংশোধন করতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফোনকলে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়েও আলোচনা করেছেন ব্লিনকেন। আলোচনা করেছেন এতে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি হুমকির বিষয়ে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র বার বার বলে আসছে দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যম উন্মুক্ত রাখা উচিত। কিন্তু সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে বেইজিংয়ের সমর্থনের প্রভাবও জোরালোভাবে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, রাশিয়ার কৌশলগত অংশীদার হলো চীন। তারা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ