মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলাকারী ডেভিড ডিপ্যাপে ৫০ বছরের কারাদণ্ডের মুখে পড়েছেন। সোমবার মার্কিন আদালত তার বিরুদ্ধে এই সাজার কথা ঘোষণা করে। ডিপ্যাপের বিরুদ্ধে সরকারি কর্মকর্তার পরিবারের সদস্যর ওপর হামলা এবং ফেডারেল কর্মকর্তাকে অপহরণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ডিপ্যাপে অবৈধভাবে কানাডা থেকে আমেরিকায় প্রবেশ করেছেন বলেও জানানো হয়। গত সপ্তাহে ৪২ বছর বয়সী ডিপ্যাপে ন্যান্সি পেলোসির স্যান ফ্রান্সিস্কোর বাড়িতে প্রবেশ করেন এবং হাতুড়ি দিয়ে ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন এবং হাসপাতালে ভর্তি ও অস্ত্রোপচার করতে হয়। সোমবার পুলিশের কাছে ডিপ্যাপে স্বীকার করেছেন যে, তিনি প্রকৃতপক্ষে ন্যান্সি পেলোসির ওপর হামলা চালানোর জন্য ওই বাড়িতে প্রবেশ করেছিলেন। হামলাকারী এফবিআইকে জানিয়েছেন যে, তিনি ন্যান্সি পেলোসিকে জিম্মি করতে চেয়েছিলেন। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।