মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চোখের সামনে আঁতকে ওঠার মতো দৃশ্য অবলোকন করলেন মেক্সিকোর জ্যাকাটেকাসের বাসিন্দারা। ভয়ানক সেই দৃশ্যে সহিংসতায় জর্জরিত মেক্সিকোর চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর জ্যাকাটেকাসে একটি কুকুরকে মুখে করে মানুষের মাথা বহন করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখে হত-বিহ্বল হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। স্থানীয় কর্মকর্তারা জানান, খবর পেয়ে পুলিশ এসে কুকুরের মুখ থেকে মাথাটি উদ্ধার করতে সক্ষম হয়। স্থানীয় এক আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, মাথা ও শরীরের বাকি অংশ গেল বুধবার মন্টে এসকোবেডো শহরের একটি স্বয়ংক্রিয় টেলার বুথে ফেলে রাখে দুর্বৃত্তরা। একটি মাদক কারবারি চক্র সেখানে একটি বার্তাসহ ওই মরদেহটি ফেলে রেখেছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই একটি পথকুকুর কাটা মাথাটি সেখান থেকে নিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রাতের বেলা কুকুরটি কাটা মাথাটি নিয়ে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। মেক্সিকোর এই জ্যাকাটেকাস শহরটিতে সিনালোয়া এবং জালিস্কো নামে দুটি ড্রাগ কার্টেল তথা মাদক কারবারি প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ফক্স নিউজ, ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।