Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সামরিক চৌকি

ইনকিলাব ডেস্ক : তুর্কি বাহিনী সিরিয়ার ইদলিবের গ্রামীণ এলাকায় নতুন একটি সামরিক চৌকি নির্মাণের কাজ শুরু করেছে। স্থানীয় সামরিক সূত্রগুলো জানায়, নতুন সামরিক চৌকিটি আল-বারা শহরের পূর্ব দিকে অবস্থিত সারজিলা গ্রামের কাছে অবস্থিত। এই নগরীর কাছেই রয়েছে সিরিয়ান বাহিনীর অবস্থান। সূত্র জানায়, তুর্কি সামরিক বাহিনী একটি ফাঁকা, লোকহীন তিনতলা ভবনে তাদের নতুন চৌকি স্থাপন করছে। এখান থেকে সিরিয়ান বাহিনীর নিয়ন্ত্রিত কাফরানবেল, কাফরুমা ও হ্যানোতিন শহর দেখা যায়। ইদলিবের গ্রামীণ এলাকায় তুর্কি সামরিক বাহিনীর ৭৪টি চৌকি রয়েছে। এছাড়া জাবাল আল-জাবিয়ায় রয়েছে ২২টি চৌকি। মিডল ইস্ট মনিটর।


৩০ শতাংশ বৃদ্ধি
ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে নভেম্বরে পেট্রলের মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবরে বলা হয়েছে, মূল্য হ্রাসের তিন মাস পর ১ নভেম্বর থেকে মূল্য বৃদ্ধি পাচ্ছে। মূল্য বৃদ্ধিতে বর্তমান প্রতি লিটার সুপার৯৮ পেট্রলের মূল্য পড়বে ৩ দশমিক ৩২ দিরহাম যা পূর্বে ছিল ৩ দশমিক ০৩ দিরহাম। স্পেশাল পেট্রলের বর্তমান মূল্য ৩ দশমিক ২০ দিরহাম গেল অক্টোবরে যা ছিল ২ দশমিক ৯২ দিরহাম। এছাড়া ই-প্লাস-৯১ পেট্রলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৩ ডলার যা গতমাসে ছিল ২ দশমিক ৮৫ ডলার। খালিজ টাইমস।


ট্যাঙ্কার আটক
ইনকিলাব ডেস্ক : চুরি করা তেল নিয়ে যাওয়ার সময় পারস্য উপসাগর থেকে ১ কোটি ১০ লাখ লিটার তেলসহ একটি ট্যাংকার জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। প্রতিবেদনে বলা হয়, ইরানের বিচার বিভাগের হরমোজগান প্রাদেশিক শাখার এক প্রধান নির্বাহী কর্মকর্তা মোজতবা ঘাহরেমানি বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের পারস্য উপসাগরের উপকূল থেকে আইআরজিসির সদস্যরা ক্যাপ্টেন ও ক্রুসহ জাহাজটি আটক করেন। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ