Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগণ ডোনাল্ড ট্রাম্পের মতো একজন নেতাকেই চেয়েছিল : বিল গেটস

কেনেডির সাথে তার সাদৃশ্য আছে

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিল গেটস বলেছেন, ট্রাম্পের বার্তা প্রেরণের কৌশল তাকে জন এফ কেনেডির কথা মনে করিয়ে দেয়। বিল মঙ্গলবার বলেন, মার্কিন জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষায় ডোনাল্ড ট্রাম্প ও জন এফ কেনেডির মধ্যে কৌশলগত সাদৃশ্য রয়েছে। এই কোটিপতি প্রযুক্তিবিদ সম্প্রতি নির্ভেজাল জ্বালানি এবং আবহাওয়া পরিবর্তন নিয়ে ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন। আলাপের পর বিল গেটস বলেন, এসব ব্যাপারে ট্রাম্প প্রশাসন আরও উন্নত ধারণা দিতে পারবে বলে আমি মনে করি।  বিল আরও বলেন, এসব বিষয়ে বর্তমানে যা বিদ্যমান আছে, তা ট্রাম্পের মনপুত নয়। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা আরও বলেন, ঠিক একই ভাবে প্রেসিডেন্ট কেনেডি মহাকাশ অভিযানের ব্যাপারে কথা বলেছিলেন এবং তিনি তা অর্জন করতে পেরেছিলেন। বিল গেটস বলেন, জনগণ ট্রাম্পকে নির্দিষ্ট কোন কারণে ভোট দেয়নি, তবে ভোটাররা এ ধরনের একজন নেতাকেই চেয়েছিলেন। বিজনেস ইনসাইডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ