মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের অবকাঠামো পুনর্গঠন কাজে কাতার এক হাজার কোটি ডলার দেবে। কাতারের সম্পদ দফতরের প্রধান নির্বাহী গত সোমবার এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় কাতার তাকে এ প্রতিশ্রুতি দিয়েছিল। কাতার বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ কোম্পানি ওরেডো’র চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ বিন মোহামেদ বিন সউদ আল-থানি অর্থনীতি ও ব্যবসা বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার্লস রিভকিনসহ মার্কিন কর্মকর্তাদের পাঠানো এক বার্তায় বলেছেন, বিশে^র সবচেয়ে বড় ধন ভা-ারের একটি সে দেশের বিশাল সার্বভৌম ধনভা-ার থেকে তিনি এ অর্থ বরাদ্দ করেছেন। তবে আল-থানি এ ব্যাপারে কোন সময়সীমা উল্লেখ করেননি। কাতারের এই অর্থ ভা-ার দেশটির তেল ও গ্যাস খাত থেকে উদ্বৃত্ত অর্থ নিয়ে গত সেপ্টেম্বরে ৩৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে। তিনি আরও ঘোষণা করেন, ইউরোপে দোহার প্রচলিত বিনিয়োগ যুক্তরাষ্ট্রে সরিয়ে আনতে দু’ দেশের সম্পর্ক ও নতুন অংশীদারিত্বের ভিত্তিতে সাড়ে তিন হাজার মার্কিন ডলার যুক্তরাষ্ট্রকে দেয়া হবে। তবে এটা পরিষ্কার নয়, সোমবারের ঘোষণা গত বছরের প্রতিশ্রুত অর্থের অংশ কি-না নির্বাচনী প্রচারকালে ট্রাম্প দেশের অবকাঠামো খাতের ব্যাপক সমালোচনা করেছিলেন। ইন্টারন্যাশনাল বিজনেস টাইম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।