Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন সফরে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর শলৎজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ৬:১৪ পিএম

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের আমন্ত্রণে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ আগামী ৪ নভেম্বর চীনে সরকারি সফরে যাচ্ছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

চাও লি চিয়ান বলেন, চীন ও জার্মানি একে অপরের কৌশলগত অংশীদার। মহামারী শুরু হওয়ার পর এই সফর হবে কোনো ইউরোপীয় নেতার প্রথম চীন সফর। সফরে চীন-জার্মান সম্পর্ক, চীন-ইউরোপ সম্পর্ক, আন্তর্জাতিক পরিস্থিতি এবং বৈশ্বিক শাসন সম্পর্কে তাঁর সঙ্গে চীনা নেতৃবৃন্দের আলোচনা হবে।

চীনা মুখপাত্র আরও বলেন, জার্মান চ্যান্সেলরের আসন্ন সফর দু’দেশের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা ও সহযোগিতা বাড়াতে সহায়ক প্রমাণিত হবে। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ