Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের পালমিরা দখলের জন্য যুক্তরাষ্ট্র দায়ী : ক্রেমলিন

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএস জিহাদিদের পালমিরা দখলের জন্য ক্রেমলিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ গত মঙ্গলবার বলেন, সিরিয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী পালমিরা শহর আইএস জিহাদিদের হাতে তুলে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। পেসকভ আরও বলেন, যুক্তরাষ্ট্র পালমিরাকে আইএসমুক্ত করার ব্যাপারে কোন সহযোগিতা করতে চায়নি, তার মানে তারা আইএসের হামলাকে পরোক্ষভাবে উৎসাহিত করেছে। সিরিয়া প্রশাসন ও রুশ বাহিনী এ বছরের মার্চ মাসে তাদের পালমিরা থেকে বের করে দেয়ার পর আইএস গতকাল আবার পালমিরা পুনর্দখল করেছে। তিনি বলেন, সম্প্রতি ইরাকের মসুল থেকে আইএস পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় তারা বড় একটি দল পুনর্গঠন করেছে। এদিকে সিরীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানায়, পালমিরার কাছে আইএস নিয়ন্ত্রিত এলাকা গত সোমবার সারিন গ্যাস হামলায় ৩৪ জন নিহত হয়েছে। আকাশ থেকে ওই হামলা চালানো হয় বলে তারা জানায়। এপি, মিড্লইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ