মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দু’দিনের সফরে চীনে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ সেদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, দুই দেশের বাণিজ্য ও বিভিন্ন কূটনৈতিক বিষয়ে কথা হবে বৈঠকে।
সম্প্রতি ইতিহাস গড়ে তৃতীয়বারের জন্য চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিং। তাকে ‘সত্যিকারের বন্ধু’ বলে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এরপরই শরিফের সফর ঘিরে জল্পনা, নতুন করে ‘বন্ধু’ চীনের সঙ্গে এই ঘনিষ্ঠতার পিছনে হয়তো থাকতে পারে আরও ঋণ চাওয়ার পরিকল্পনা। গত এপ্রিলে পাকিস্তানের মসনদে বসেছেন শরিফ। এটাই তার প্রথম চীন সফর।
পাকিস্তানের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি, শ্রীলঙ্কার মতোই অবস্থা হতে চলেছে পাকিস্তানেরও। গত মে মাসেই আরব দেশটি জানিয়ে দিয়েছিল, পুরনো ঋণ শোধ করতে অপারগ পাকিস্তানকে তার আর কোনও রকম অর্থসাহায্য করবে না। এই পরিস্থিতিতে ঋণ শোধ করতে দেশীয় সম্পত্তি বিক্রির পদক্ষেপ ছাড়া কার্যত আর উপায় নেই পাকিস্তানের। তাই যে করে হোক পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে চীনের দ্বারস্থ হতেই পারে ইসলামাবাদ।
উল্লেখ্য, মাও জে দংয়ের পরে প্রথমবার টানা তৃতীয়বার চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের পদে বসেছেন শি জিনপিং। তাকে এই পদে বসানোর জন্য বদলে ফেলা হয়েছে দলের বেশ কিছু নিয়মও। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষস্তরে ক্ষমতা ক্রমশই একজন ব্যক্তির হাতে চলে যাচ্ছে। তৃতীয়বার দলের সাধারণ সম্পাদক হওয়ার পরে জল্পনা শুরু হয়েছে, আজীবন চীনের শাসনভার থাকতে পারে জিনপিংয়ের হাতেই। এই পরিস্থিতিতে কি শরিফের সফর কি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেই? উঠছে সেই প্রশ্নও। সূত্র: দ্য উইক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।