Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে টুকরো করার বক্তব্য পাগলের স্বপ্ন : নিসার আলী

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান ১০ টুকরো হয়ে যাবে বলে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্র এবং মাদক নিয়ন্ত্রণমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। রাজনাথের বক্তব্যকে পাগলের স্বপ্ন বলে অভিহিত করে তিনি বলেন, এমন অলীক স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। প্রসঙ্গত, গত রোববার ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে দেয়া এক বক্তব্যে পাকিস্তান ১০ টুকরা হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন রাজনাথ সিং। এছাড়া, ভারতকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা পাকিস্তান চালাচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। রাজনাথের এমন বক্তব্যের জবাবে চৌধুরী নিসার পাল্টা দাবি করে বলেন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্ষমতায় থাকাকালীন সময়ে ভারতকে ধর্মীয় ভিত্তিতে ভাগ করার চেষ্টা আর কারো করতে হবে না। পাক স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ধর্মীয় উগ্রবাদ, বিভক্তি, ঘৃণা এবং সহিংসতাকে পুঁজি করে পরিচালিত ভারতীয় দল এবং সরকার কি করে পাকিস্তানের বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ করছে সে প্রশ্নও তোলেন তিনি। দ্য নিউজ, ডেইলি টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ