Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেপ্পোয় নির্বিচার হত্যাকান্ড চালানো হচ্ছে : জাতিসংঘ

নারী ও শিশুদেরকেও রেহাই দিচ্ছে না সরকারি বাহিনী

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার পূর্ব আলেপ্পোয় সরকারপন্থি বাহিনী ঘরে ঘরে ঢুকে নির্বিচারে গুলি করে মানুষ মারছে। নারী ও শিশুদেরকেও তারা রেহাই দিচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, চারটি এলাকায় অন্তত ৮২ জন নিহত হয়েছে। সেনারা যাকে যেখানে পেয়েছে সেখানেই গুলি করে মেরেছে। এ হত্যাকান্ডের বিশ্বাসযোগ্য প্রমাণও আছে। মানবাধিকার কার্যালয়ের এক মুখপাত্র বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে আলেপ্পোয় মানবিকতা বলতে আর কিছু অবশিষ্ট নেই। শহরটির এক চিকিৎসকের বরাত দিয়ে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া ১শ’রও বেশি শিশু পূর্ব আলেপ্পোয় প্রচ- হামলার মুখে একটি ভবনে আটকা পড়ে আছে। চারবছর ধরে পূর্ব আলেপ্পো নিয়ন্ত্রণে রাখা বিদ্রোহীরা পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শেষ শহরগুলোতে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে বলে খবর পাওয়া গেছে। সরকারপন্থি সেনারা অগ্রসর হতে থাকায় আটকাপড়া এ মানুষগুলো ব্যাপক বোমাবর্ষণের শিকার হচ্ছে। খবরে বলা হয়, জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) উভয়ই একটি নিরাপদ এলাকা দিয়ে বেসামরিক মানুষদেরকে শহর থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিতে বোমা হামলা বন্ধে সিরিয়া সরকার ও এর মিত্র রাশিয়াকে আহ্বান জানিয়েছে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র রুপার্ট কলভিল্লে আলেপ্পো থেকে পাওয়া নৃশংসতার খবরের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি জানান, ৮২ জনকে গুলি করে হত্যার খবর এসেছে। এর মধ্যে ১১ জন নারী এবং ১৩ জন শিশু। এর আগে রাস্তায় রাস্তায় অনেক লাশ পড়ে থাকার আরো মর্মান্তিক খবর পাওয়া গেছে। অনবরত বোমাবর্ষণের কারণে অধিবাসীরা পালাতে পারছে না। তাছাড়া, দেখামাত্রই গুলিতে প্রাণনাশের আশঙ্কায়ও আছে তারা। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ