মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তুরস্কের সদস্যপদের জন্য আর নতুন কোনো অধ্যায় খোলা হবে না। তুরস্ক ১৯৮৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য আবেদন করেছিল এবং এর সংযুক্তির ব্যাপারে শুধু ২০০৫ সালে একবার আলোচনা হয়েছিল। গত মঙ্গলবার ইইউ’র পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে তারা তুরস্কের সদস্যপদের জন্য নতুন করে আর আলোচনা করবে না, কারণ অভ্যুত্থান-পরবর্তী দমন-পীড়নের ব্যাপারে তারা বেশ উদ্বিগ্ন। অস্ট্রিয়া এ ব্যাপারে বেশি কঠোর মনোভাব দেখাচ্ছে। তারা চাচ্ছে, তুরস্কের সদস্যপদ নিয়ে বর্তমানে চলা আলোচনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হোক। ইউনিয়নের বর্তমান সভাপতি স্লোভাকিয়া বলেছে, বর্তমানে উদ্বুদ্ধ পরিস্থিতিতে এ নিয়ে নতুন করে আর আলোচনা করার কথা ভাবা হচ্ছে না। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।