Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজ-তানভিরের পাশে অ্যাডায়ার

১১ বলে ওভার!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

প্রথম স্পেলের দুই ওভার খারাপ হয়নি মার্ক অ্যাডায়ারের। কিন্তু নিজের তৃতীয় ওভারটি করতে এসে আয়ারল্যান্ডের এই পেসার যেন খেই হারিয়ে ফেললেন। করতে থাকলেন একের পর এক ওয়াইড। এতে ১১ বলের ওভার দেখল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতকাল ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে এই দীর্ঘ ওভার করেন অ্যাডায়ার। পাঁচ ওয়াইড, তিন চার ও এক ছক্কার ওভার থেকে আসে ২৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে মুস্তাফিজুর রহমানেরও হয়েছিল এমন বিব্রতকর অভিজ্ঞতা। ওমানের বিপক্ষে প্রাথমিক পর্বের ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারে পাঁচ ওয়াইড দিয়ে ১১ বলের করেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজ ও অ্যাডায়ার ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১ বলের ওভার করার তিক্ত অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের বাঁহাতি পেসার সোহাইল তানভিরের। ২০০৯ সালের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই ১১ বল করেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য এর চেয়েও লম্বা ওভার আছে তিনটি। ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে ১৪ বলের ওভার করেন ভুটানের থিনলি জামৎসো। এছাড়া ২০২১ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালা ও একই মাসে নামিবিয়ার বিপক্ষে ১২ বলের ওভার করেন উগান্ডার কসমাস কিয়োতা। তবে দীর্ঘতম ওভারটি মোহাম্মদ সামির। ২০০৪ এশিয়া কাপে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৭ টি ওয়াইড ও ৪টি নো বল করেছিলেন সামি। সঙ্গে বৈধ ৬ বল মিলিয়ে ১৭ বলে শেষ হয় ওভার! ওয়াইড ছাড়াই ১৫ বলের একটি ওভার দেখেছে আন্তর্জাতিক ক্রিকেট। যেটি করেছিলেন সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন কার্টলি অ্যামব্রোস! ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে এক ওভারে ৯টি ‘নো’ বল করেছিলেন তিনি। ওভারটি ছিল ১৫ বলের। তবে ওই ম্যাচে ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ক্যারিবিয়ান এই বোলিং গ্রেটই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ