Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন নাইন স্টার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৮ দলীয় শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে নাইন স্টার ক্লাব। গতকাল বিকেলে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠের ফাইনালে সু-প্রভাতকে দুই গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে নাইন স্টার। খেলার দ্বিতীয়ার্ধেই হওয়া গোলদুটির একটি করেন বাপ্পি, অপরটি আত্মঘাতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন, আওয়ামীলীগ নেতা শিক্ষক হাবিবুর রহমান মুকুল, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার পলাশ সরদার, অনূর্ধ্ব ৩৮ টুর্নামেন্টের আহবায়ক ও ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আশা ডেকোরেটরের মালিক হাইউল নিজামী, রহিম নিজামীসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ