মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অধুনালুপ্ত সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে নিয়ে নতুন রাষ্ট্র গঠন করার প্রস্তাব দিলেন সাবেক সোভিয়তে ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ। রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিমত ব্যক্ত করেন তিনি। ঘটনাক্রমে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার ২৫তম বার্ষিকীর দিনটিতে তাসের সঙ্গে আলাপের সময় এ কথা উল্লেখ করে তিনি বলেন, আর সোভিয়েত ইউনিয়ন নয়, তবে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে নিয়ে নতুন একটি ইউনিয়নভিত্তিক রাষ্ট্র গঠন করা সম্ভব। সোভিয়েত ইউনিয়নের যে সীমানা ছিল নতুন রাষ্ট্রেরও সে সীমানা হবে এবং এতে পুরনো রাষ্ট্রগুলোই যোগ দেবে বলে জানান তিনি। তবে এ সব রাষ্ট্র স্বেচ্ছায় যোগ দেবে বলে উল্লেখ করেন গর্বাচভ। অবশ্য গর্বাচভের এ বক্তব্যকে একান্তভাবেই তার নিজস্ব দৃষ্টিভঙ্গি হিসেবে অভিহিত করেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেশকোভ। তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।